হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট নিয়ে কোনও কথাই হয়নি, জানিয়ে দিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী
সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম হিংসা উদ্বেগজনক’! বাংলাদেশে দীপু দাসের পর অমৃত মণ্ডলের হত্যা নিয়েও প্রতিক্রিয়া ভারতের
বছর শেষ, কবে DA মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট? মলয় মুখোপাধ্যায় বললেন, জানুয়ারি মাসের…
SIR In Bengal: BLO অ্যাপে আনম্যাপড নিয়ে নতুন নির্দেশিকা CEO দফতরের
বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ‘ওয়ার্ক পারমিট’ বাতিলের দাবি হাদির সংগঠনের, দিল্লির বিরুদ্ধে আদালতে যাওয়ার জন্য চাপসৃষ্টি
প্রত্যেক SIR শুনানি কেন্দ্রের পাশে হবে তৃণমূলের সহায়তা শিবির, ঘোষণা অভিষেকের
কোরান নিয়ে বিতর্কিত মন্তব্য, অসীম সরকারকে ‘কুচি কুচি করে কাটা’র হুমকি, অভিযোগ দায়ের বিধায়কের
বিজেপিকে রুখতে এক ছাতার তলায় বাম-তৃণমূল! অঘোষিত জোটের ধাক্কায় পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে খাতাই খুলল না পদ্মের প্রার্থীদের

বাঁচান’! মালদহে কাঁদতে কাঁদতে সটান অভিষেকের সামনে মহিলা, নালিশ খোদ তৃণমূল নেতার দাদার বিরুদ্ধে

image

 


বৃহস্পতিবার মালদহে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অভিষেক। জনসভায় তাঁর ভাষণ চলাকালীনই মঞ্চের একেবারে সামনে চলে আসেন এক মহিলা। কাঁদতে কাঁদতে চিৎকার করছিলেন তিনি। স্থানীয় তৃণমূল নেতার দাদার বিরুদ্ধে অভিযোগ জানান।


মালদহের জনসভায় কাঁদতে কাঁদতে সটান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে পৌঁছে গেলেন এক মহিলা। মন্ত্রী তাজমুল হোসেনের গড়ে এলাকারই তৃণমূল নেতার দাদার বিরুদ্ধে নালিশ করলেন। জমা দিলেন মুখবন্ধ খাম! অভিষেক বক্তৃতা থামিয়ে মঞ্চ থেকেই মহিলার অভিযোগ শুনেছেন এবং বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।


বৃহস্পতিবার মালদহে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অভিষেক। জনসভায় তাঁর ভাষণ চলাকালীনই মঞ্চের একেবারে সামনে চলে আসেন এক মহিলা। কাঁদতে কাঁদতে চিৎকার করছিলেন তিনি। বলছিলেন, ‘‘আমাকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান।’’ অভিষেক তাঁর কথা শুনতে পেয়ে ভাষণ থামান। ‘বৌদি’ বলে সম্বোধন করেন ওই মহিলাকে। তার পর সামনে এসে সমস্যার কথা জানতে চান। মহিলা তাঁর অভিযোগ লিখিত ভাবে একটি খামে ভরে নিয়ে এসেছিলেন। অভিষেকের হাতে তিনি সেই খাম তুলে দেন। মৌখিক ভাবে স্থানীয় তৃণমূল নেতার দাদার বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযোগ, তাঁর স্বামীকে বেধড়ক মারধর করেছেন হরিশচন্দ্রপুর ২ ব্লকের তৃণমূল যুব সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল ইসলাম। আনারুলের নেতৃত্বে গুন্ডাবাহিনী ওই মহিলার স্বামীর হাত-পা ভেঙে দিয়েছে বলেও দাবি করেছেন তিনি।


অভিযোগকারী মহিলার নাম তৌহিদা রহমান। তিনি হরিশচন্দ্রপুর থানার বালাপাথর এলাকার বাসিন্দা। তাঁর স্বামী হেফজুর রহমান তালগাছি সিনিয়র মাদ্রাসার টিআইসি। অভিযোগ, টিআইসি করার আক্রোশেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। আনারুল এবং তাঁর দলবল মাদ্রাসার একটি ঘরে তাঁকে আটকে রেখে মারধর করেন বলে দাবি করেছেন আক্রান্তের স্ত্রী। বর্তমানে হেফজুর চিকিৎসাধীন। মহিলা জানিয়েছেন, পুলিশে অভিযোগ দায়ের করেও কোনও লাভ হয়নি। তাই অভিষেকের জনসভায় ছুটে এসেছেন তিনি। অভিষেক মঞ্চ থেকেই ওই মহিলাকে আশ্বস্ত করেন। জানান, তিনি বিষয়টি দেখবেন। সভায় উপস্থিত দলের কর্মী-সমর্থকদের মহিলাকে জল দেওয়ার নির্দেশও দেন তিনি।


অভিষেকের মঞ্চে হাজির ছিলেন মন্ত্রী তাজমুল। কিন্তু নিজের এলাকায় তৃণমূলের ব্লক সভাপতির দাদার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন।

Post a Comment

0 Comments