![]() |
প্রীতি পোদ্দার, কলকাতা: আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি (I-PAC Raid Case) ঘিরে বৃহস্পতিবার থেকে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নির্বাচনী তথ্য, প্রার্থী তালিকা, কৌশল সংক্রান্ত নথি হাতাতেই অমিত শাহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে কাজে লাগিয়েছে। এদিকে এই অভিযোগ মানতে নারাজ ED। এমতাবস্থায় আইপ্যাকের দফতর ও প্রতিষ্ঠানটির কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডির হানার সময় কীভাবে “বাধা” দেওয়া হয়েছিল, তা জানতে চেয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক।
একাধিক ফাইল ও ল্যাপটপ নিয়ে নেন মমতা!
রিপোর্ট মোতাবেক, বৃহস্পতিবার ভোর থেকেই ইডির আধিকারিকেরা আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল। আর এই খবর পাওয়া মাত্রই তল্লাশি চলাকালীনই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান পুলিশ কমিশনার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেখান থেকে তিনি নাকি একাধিক ফাইল ও ল্যাপটপ নিজের গাড়িতে তুলে নেন। এমনকি আইপ্যাকের দফতরেও যান মুখ্যমন্ত্রী। সেখান থেকেও কিছু নথিও গাড়িতে রেখেছিলেন। আর এই নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলে ED।
বিস্তারিত রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় তদন্ত সংস্থা গতকালই আইপ্যাকে তল্লাশি সংক্রান্ত বিষয়ে বিবৃতি দিয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়েছিল যে সাংবিধানিক পদের অপব্যবহার করে নথি ছিনতাই হয়েছে। তাই মামলা দায়ের করতে চেয়ে হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। যদিও পাল্টা মামলা করেছে তৃণমূল। এবার এই ঘটনায় তদন্তে কীভাবে “বাধা” দেওয়া হয়েছিল এই নিয়ে বিস্তারিত রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ED সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চলাকালীন তদন্তকারীদের কাজে কী ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল, রাজ্য পুলিশের ভূমিকা কতটা ছিল, এবং কেন্দ্রীয় বাহিনী সেই সময় কী দায়িত্ব পালন করেছিল— এই সব বিষয়ই স্পষ্ট করে জানাতে বলা হয়েছে।
কেন্দ্রীয় অন্ধকারে সংস্থার তরফে জানানো হয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই প্রাথমিক কিছু তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়েছিল ইডি। তবে এ বার আরও বিশদ রিপোর্ট চাওয়া হয়েছে। এদিকে আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ED এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শুরু করেছেন যাদবপুরে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে টালিগঞ্জ, গড়িয়াহাট, রাসবিহারী হয়ে হাজরায় গিয়ে শেষ হওয়ার কথা এই মিছিল। আর এই মিছিলের নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে মিছিল শেষে সংক্ষিপ্ত জনসভাও করার কথা রয়েছে।

0 Comments