এ. বি. পি আনন্দ: প্রধানমন্ত্রীর কথায়, বর্তমান সময়ে যখন গোটা বিশ্বে এক অনিশ্চয়তা চলছে, তখনও ভারতে এক স্থিতিশীল পরিস্থিতি রয়েছে। তিনি বিনিয়োগকারীদের এই সুযোগের সদ্ব্যবহার করারও পরামর্শ দেন।
![]() |
| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র। |
দেশের অর্থনীতি নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দিকে এগোচ্ছে, রবিবার ফের তা স্মরণ করিয়ে দিলেন তিনি। মোদী বলেন, “বিশ্বের ব়ড় অর্থনীতির দেশগুলির মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভারত। তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দিকে এগিয়ে চলছে ভারত।”
ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। গত বছরেই জাপানকে টপকে এই স্থানে উঠে এসেছে ভারত। সামনে রয়েছে জার্মানি, চিন এবং আমেরিকা। কয়েক সপ্তাহ আগেই কেন্দ্র বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারত শীঘ্রই তৃতীয় স্থানে উঠে আসবে। ভারতের অর্থনীতি ছাপিয়ে যাবে জার্মানিকে। আগামী তিন বছরের মধ্যেই এই লক্ষ্যপূরণ হবে বলে মনে করছে কেন্দ্র। এ বার গুজরাতের রাজকোটে ‘ভাইব্র্যান্ট গুজরাট রিজিওনাল কনফারেন্স’-এ বক্তৃতার সময়ে তা-ই আবার স্মরণ করিয়ে দেন মোদী।
প্রধানমন্ত্রীর কথায়, বর্তমান সময়ে যখন গোটা বিশ্বে এক অনিশ্চয়তা চলছে, তখনও ভারতে এক স্থিতিশীল পরিস্থিতি রয়েছে। এ প্রসঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতারও কথাও উল্লেখ করেন তিনি। বস্তুত, ২০১৪ সাল থেকে কেন্দ্রে পর পর তিন বার বার সরকার গড়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তিন বারের প্রধানমন্ত্রী মোদী রাজনৈতিক স্থিতিশীলতা বলতে সে দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।
বর্তমানে ভারতে এক ‘স্থিতিশীল যুগ’ চলছে বলেও উল্লেখ করে তিনি বিনিয়োগকারীদের এই সুযোগের সদ্ব্যবহার করারও পরামর্শ দেন। মোদীর কথায়, “এ কারণেই আমি বারবার বলি যে দেশের এবং বিশ্বের প্রত্যেক বিনিয়োগকারীর কাছে এই সুযোগগুলোর সদ্ব্যবহার করার এটিই সেরা সময়।” রাজকোটের এই বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ অম্বানী। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মাঝেও দেশের ‘স্থিতিশীলতা’র জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন অম্বানী। তাঁর কথায়, বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ ভারতে প্রভাব ফেলতে পারবে না। কারণ, দেশের সুরক্ষার জন্য ‘নরেন্দ্র মোদী নামে এক রক্ষাকবচ’ রয়েছে। সেখানে আদানি গোষ্ঠীর তরফে উপস্থিত ছিলেন করণ আদানি। তিনিও জানান, আগামী পাঁচ বছরে গুজরাতের কচ্ছ অঞ্চলে দেড় লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী।

0 Comments