হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট নিয়ে কোনও কথাই হয়নি, জানিয়ে দিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী
সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম হিংসা উদ্বেগজনক’! বাংলাদেশে দীপু দাসের পর অমৃত মণ্ডলের হত্যা নিয়েও প্রতিক্রিয়া ভারতের
বছর শেষ, কবে DA মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট? মলয় মুখোপাধ্যায় বললেন, জানুয়ারি মাসের…
SIR In Bengal: BLO অ্যাপে আনম্যাপড নিয়ে নতুন নির্দেশিকা CEO দফতরের
বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ‘ওয়ার্ক পারমিট’ বাতিলের দাবি হাদির সংগঠনের, দিল্লির বিরুদ্ধে আদালতে যাওয়ার জন্য চাপসৃষ্টি
প্রত্যেক SIR শুনানি কেন্দ্রের পাশে হবে তৃণমূলের সহায়তা শিবির, ঘোষণা অভিষেকের
কোরান নিয়ে বিতর্কিত মন্তব্য, অসীম সরকারকে ‘কুচি কুচি করে কাটা’র হুমকি, অভিযোগ দায়ের বিধায়কের
বিজেপিকে রুখতে এক ছাতার তলায় বাম-তৃণমূল! অঘোষিত জোটের ধাক্কায় পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে খাতাই খুলল না পদ্মের প্রার্থীদের

কেন তৃণমূলের মামলার নিষ্পত্তি করা হল? কোন যুক্তিতে মুলতুবি ইডির আবেদন? আইপ্যাক নিয়ে শুনানিতে কী কী বলল হাই কোর্ট

 

সুপ্রিম কোর্টে ইডি যে মামলা করেছে, তার বিষয়বস্তু হাই কোর্টের মামলার সঙ্গে মিলে যাচ্ছে। তাই শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলার অগ্রগতি দেখেই হাই কোর্ট ইডির মামলা আবার শুনবে।


image
কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আইপ্যাক মামলার শুনানি হয়েছে। 




আইপ্যাক-কাণ্ডে কলকাতা হাই কোর্টে তৃণমূলের তরফে যে মামলাটি করা হয়েছিল, বুধবার তার নিষ্পত্তি করে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে ইডির মামলাটিকে আপাতত মুলতুবি রাখা হয়েছে। আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টে ইডি যে মামলা করেছে, তার বিষয়বস্তু হাই কোর্টের মামলার সঙ্গে মিলে যাচ্ছে। তাই শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলার অগ্রগতি দেখেই হাই কোর্ট ইডির মামলা আবার শুনবে। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে ইডির মামলার শুনানি রয়েছে।

কেন তৃণমূলের মামলা নিষ্পত্তি

হাই কোর্টে আইপ্যাক নিয়ে মামলাটিতে তৃণমূলের মূল বক্তব্য ছিল, কোনও ভাবেই যাতে তাদের দলের রাজনৈতিক গোপন তথ্য বাইরে প্রকাশ না-করা হয় বা অন্য কাউকে না-দেওয়া হয়। রাজনৈতিক গোপন তথ্য সুরক্ষিত রাখার আবেদন জানিয়েছিল তৃণমূল। এ ছাড়া এই মামলায় তারা আর কোনও আবেদন জানায়নি। বুধবার শুনানি চলাকালীন ইডির পক্ষ থেকে জানানো হয়, গত ৮ জানুয়ারি আইপ্যাকের সল্টলেকের দফতর বা সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে তারা কিছুই বাজেয়াপ্ত করেনি। কোনও নথি, ফাইল বা তথ্যের ব্যাকআপও নেওয়া হয়নি। এই বক্তব্যের সপক্ষে আদালতে পঞ্চনামাও জমা দেয় কেন্দ্রীয় সংস্থা।


ইডি পঞ্চনামায় জানিয়েছে, আইপ্যাকের দফতর থেকে বা প্রতীকের বাড়ি থেকে কিছু নেওয়া হয়নি। কোনও ডিজিটাল তথ্যও কপি করা হয়নি। তৃণমূলের আইনজীবী মেনকা গুরুস্বামী ইডির এই বক্তব্য রেকর্ড করার আবেদন জানান। বিচারপতি ঘোষ এর পরেই তৃণমূলের মামলাটির নিষ্পত্তি করে দেন। তাঁর বক্তব্য, যে হেতু কিছুই বাজেয়াপ্ত করা হয়নি বা কপি করা হয়নি, তাই এই মামলায় আর কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। ইডির বয়ান রেকর্ড করে নেন বিচারপতি।


কেন ইডির আবেদন মুলতুবি

সুপ্রিম কোর্টে মামলার কথা জানিয়ে বুধবার শুনানির শুরু থেকেই হাই কোর্টে আইপ্যাক-মামলার মুলতুবি চাইছিল ইডি। তাদের আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু‌ ভার্চুয়াল মাধ্যমে হাই কোর্টের শুনানিতে ছিলেন। তিনি মন্তব্য করেছিলেন, এক সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। তার আগে এখানে শুনানি না-হলে আকাশ ভেঙে পড়বে না। বিচারপতি ঘোষ তাঁর পর্যবেক্ষণে জানান, যে হেতু সুপ্রিম কোর্টে ইডির তরফে আবেদন করা হয়েছে, তাই সেখানে এই মামলার নিষ্পত্তি হওয়ার পরে হাই কোর্টে শুনানি হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নথি বাজেয়াপ্ত করেছেন, আদালতে বুধবার সেই তথ্য নথিভুক্ত করিয়েছেন ইডির আইনজীবী। পাশাপাশি, তিনি প্রশ্ন তুলেছেন তৃণমূলের মামলার বৈধতা নিয়েও। আইপ্যাকের দফতর এবং কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হলেও এই মামলা কেন আইপ্যাক দায়ের করেনি, কেন তৃণমূল এই মামলার আবেদনকারী, প্রশ্ন তোলা হয়েছে। তৃণমূলের আবেদনে স্বাক্ষর করেছেন দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। তল্লাশির দিন ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। তবু কেন তিনি মামলা দায়ের করলেন? প্রশ্ন তুলেছে ইডি।

মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার তল্লাশির সময় ঘটনাস্থলে গিয়েছিলেন। ইডির আরও প্রশ্ন, কেন তাঁদের কাউকে এই মামলার সঙ্গে যুক্ত করা হয়নি? তৃণমূলের আবেদনে কেন তাঁদের ভূমিকার উল্লেখ নেই? ইডির আইনজীবীর বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রী, ডিজিপি বা সিপি-কে যত ক্ষণ না মামলার সঙ্গে যুক্ত করা হচ্ছে, তত ক্ষণ এই মামলার শুনানি হতে পারে না। অন্য দিকে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছিল তৃণমূল। কেন্দ্রের আইনজীবী কুমারজ্যোতি তিওয়ারি দাবি করেন, আইপ্যাকের দফতরে তল্লাশির সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, ‘‘তৃণমূলের পুরো আবেদনে শুধুই নির্বাচন আর এস‌আইআর-এর কথা! এর সঙ্গে কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত তল্লাশির কী সম্পর্ক?’’ এই পরিস্থিতিতে শীর্ষ আদালত ইডির মামলাটিতে কী নির্দেশ দেয়, সেটাই দেখার।

Post a Comment

0 Comments