হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট নিয়ে কোনও কথাই হয়নি, জানিয়ে দিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী
সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম হিংসা উদ্বেগজনক’! বাংলাদেশে দীপু দাসের পর অমৃত মণ্ডলের হত্যা নিয়েও প্রতিক্রিয়া ভারতের
বছর শেষ, কবে DA মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট? মলয় মুখোপাধ্যায় বললেন, জানুয়ারি মাসের…
SIR In Bengal: BLO অ্যাপে আনম্যাপড নিয়ে নতুন নির্দেশিকা CEO দফতরের
বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ‘ওয়ার্ক পারমিট’ বাতিলের দাবি হাদির সংগঠনের, দিল্লির বিরুদ্ধে আদালতে যাওয়ার জন্য চাপসৃষ্টি
প্রত্যেক SIR শুনানি কেন্দ্রের পাশে হবে তৃণমূলের সহায়তা শিবির, ঘোষণা অভিষেকের
কোরান নিয়ে বিতর্কিত মন্তব্য, অসীম সরকারকে ‘কুচি কুচি করে কাটা’র হুমকি, অভিযোগ দায়ের বিধায়কের
বিজেপিকে রুখতে এক ছাতার তলায় বাম-তৃণমূল! অঘোষিত জোটের ধাক্কায় পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে খাতাই খুলল না পদ্মের প্রার্থীদের

Abhishek Banerjee: ‘মা মারা গেলে বাবাকে চিতায় উঠতে হতো’, সতীদাহ নিয়ে অভিষেকের ‘বেফাঁস’ মন্তব্যে তোলপাড় নেটপাড়ায়

 West Bengal Politics: রাজা রামমোহন রায় না থাকলে মা মারা গেলে বাবাকে চিতায় উঠতে হতো! সতীদাহ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। দেখুন কী বললেন তিনি।


image
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়।


সতীদাহ প্রথা রদ নিয়ে বলতে গিয়ে গুলিয়ে ফেললেন ইতিহাস? নাকি নিছকই ‘স্লিপ অফ টাং’? মেদিনীপুরের কলেজ মাঠের সভায় দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে এখন জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। রাজা রামমোহন রায়ের অবদান ব্যাখ্যা করতে গিয়ে তিনি সতীদাহ প্রথার যে ব্যাখ্যা দিলেন, তা শুনে নেটিজেনদের একাংশ হতবাক। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।


ঠিক কী বলেছেন অভিষেক?

সামনে বিধানসভা নির্বাচন। তার আগে জেলায় জেলায় জনসংযোগ ও সভা করছেন অভিষেক। মেদিনীপুরের কলেজ মাঠের সভায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বাঙালি মনীষীদের প্রসঙ্গ টানেন তিনি। সেখানেই তিনি বলেন, “সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি, তাঁর নাম রাজা রামমোহন রায়। বিজেপির নেতারা এই রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে আখ্যায়িত করে।”


এরপরেই তিনি যোগ করেন, “রামমোহন রায় যদি আজ না থাকতেন, তাহলে আমার মা বা আপনার মা যদি মারা যেতেন, সেই চিতায় ঝলসে আপনার বাবা বা আমার বাবাকে মৃত্যুবরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি।”


বিতর্ক কোথায়?

ইতিহাস অনুযায়ী, সতীদাহ প্রথায় স্বামীর মৃত্যুতে স্ত্রীকে জ্বলন্ত চিতায় সহমরণে যেতে বাধ্য করা হতো। কিন্তু অভিষেকের বক্তব্যে বিষয়টি সম্পূর্ণ উল্টে গিয়েছে। তিনি স্ত্রীর মৃত্যুতে স্বামীর চিতায় ওঠার কথা বলেছেন। ঐতিহাসিকভাবে যা সঠিক নয়। শাসকদলের শীর্ষ নেতার মুখে এমন ‘উলটপুরাণ’ শুনে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল ট্রোলিং।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি নেতাদের বাঙালি আবেগ-বিরোধী প্রমাণ করতেই রামমোহন রায়ের প্রসঙ্গ টেনেছিলেন অভিষেক। কিন্তু আবেগের বশে সতীদাহ প্রথার বর্ণনায় নারী-পুরুষের ভূমিকা গুলিয়ে ফেলায় হিতে বিপরীত হয়েছে। বিরোধীরাও এই সুযোগে কটাক্ষ করতে ছাড়ছেন না। ভোটের মুখে এই ভাইরাল ভিডিয়ো শাসকদলের অস্বস্তি কিছুটা হলেও বাড়াল বলে মনে করছে রাজনৈতিক মহল।

ক্ষোভের চার্জশিট, প্রস্তুতি বিজেপির
রাস্তাই রাস্তা দেখাল মমতার পর সেই যাদবপুর ৮বি মিছিল করলেন শুভেন্দু , ভিড়‌ও তেমনি
আইপ্যাক-কাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল ইডি! যুক্ত করা হল মুখ্যমন্ত্রী, কলকাতার সিপির নাম
ইডি তল্লাশিতে হস্তক্ষেপ থেকে নজর ঘোরাতেই শুভেন্দুর উপরে ‘হামলা’! দাবি শমীকের, তোপ ‘বহিরাগত’ প্রতীক জৈনকে নিয়ে
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে ভারত, বিনিয়োগের জন্য এটাই সেরা সময়! শিল্পপতিদের বার্তা মোদীর
মুজিব মুছবে কে? ভয় পেয়ে বাংলাদেশ ছাড়িনি, বললেন হাসিনা, কবে ফিরবেন দেশে?
মহাকাশ থেকে শত্রুর উপরে নজরদারির জন্য তৈরি ‘অন্বেষা’! সোমবারই রকেটে চেপে পাড়ি দেবে ভারতের কৃত্রিম উপগ্রহ
আইপ্যাক-কাণ্ডে তদন্ত এগোতে উদ্যোগী পুলিশ

Post a Comment

0 Comments