হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট নিয়ে কোনও কথাই হয়নি, জানিয়ে দিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী
সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম হিংসা উদ্বেগজনক’! বাংলাদেশে দীপু দাসের পর অমৃত মণ্ডলের হত্যা নিয়েও প্রতিক্রিয়া ভারতের
বছর শেষ, কবে DA মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট? মলয় মুখোপাধ্যায় বললেন, জানুয়ারি মাসের…
SIR In Bengal: BLO অ্যাপে আনম্যাপড নিয়ে নতুন নির্দেশিকা CEO দফতরের
বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ‘ওয়ার্ক পারমিট’ বাতিলের দাবি হাদির সংগঠনের, দিল্লির বিরুদ্ধে আদালতে যাওয়ার জন্য চাপসৃষ্টি
প্রত্যেক SIR শুনানি কেন্দ্রের পাশে হবে তৃণমূলের সহায়তা শিবির, ঘোষণা অভিষেকের
কোরান নিয়ে বিতর্কিত মন্তব্য, অসীম সরকারকে ‘কুচি কুচি করে কাটা’র হুমকি, অভিযোগ দায়ের বিধায়কের
বিজেপিকে রুখতে এক ছাতার তলায় বাম-তৃণমূল! অঘোষিত জোটের ধাক্কায় পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে খাতাই খুলল না পদ্মের প্রার্থীদের

লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় চমক? এককালীন না মাসিক, বিজেপির পরিকল্পনা নিয়ে কী বললেন শুভেন্দু?

 বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে আবারও চর্চার কেন্দ্রে উঠে এসেছে ‘লক্ষ্মীর ভান্ডার’। SIR নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক সেই সময়েই এই প্রকল্পকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের দাবি বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আর সেই অভিযোগের সরাসরি জবাব দিতেই এবার ময়দানে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তাঁর বক্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।


image



লক্ষ্মীর ভান্ডার নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

বুধবার নদিয়ার চাকদহে এক রাজনৈতিক সভা থেকে এই ইস্যুতেই সরব হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সভামঞ্চ থেকে তাঁর স্পষ্ট বক্তব্য, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, বরং আরও বেশি টাকা দেওয়া হবে। শুভেন্দু অধিকারী বলেন, “লক্ষ্মীর ভান্ডার আমরা আরও ভালো দেব।” নিজের বক্তব্যের পক্ষে পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। তাঁর দাবি জানিয়ে বলেন-

  • ওড়িশাতে মহিলাদের বছরে একবার এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হয়।
  • দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মাসে আড়াই হাজার টাকা করে দেন।
  • হরিয়ানাতে বিজেপি সরকার দেয় ২১০০ টাকা।
  • মহারাষ্ট্রতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস দেন ২০০০ টাকা।

এই তুলনামূলক হিসাব তুলে ধরে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূল যে ভয় দেখানোর রাজনীতি করছে, তা যাতে মানুষ বিশ্বাস না করেন।

বিজেপির রাজ্য নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন ধরেই তৃণমূলের তরফে প্রচার করা হচ্ছে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। সেই গুঞ্জন ভাঙতেই এখন থেকে ‘সংকল্প যাত্রা’র প্রায় প্রতিটি সভায় একই বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।


এই অবস্থান শুধু রাজ্য নেতৃত্বেই সীমাবদ্ধ নয়। শুভেন্দু (Suvendu Adhikari), সুকান্তর পাশাপাশি গত মাসে তিন দিনের কলকাতাকেন্দ্রিক বঙ্গ সফরে এসে সাংবাদিক বৈঠকে বিষয়টি আরও স্পষ্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, বিজেপি সরকার গঠিত হলেও বর্তমান সরকারের কোনও প্রকল্পই বন্ধ হবে না। পাশাপাশি বিজেপির ইস্তেহারে যে প্রকল্পগুলির কথা বলা হবে, সেগুলি বাস্তবায়িত হবে বলেও আশ্বাস দেন তিনি। অমিত শাহ বলেন, “গোটা দেশেই এটাই বিজেপির ট্র্যাক রেকর্ড।”

Post a Comment

0 Comments