হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট নিয়ে কোনও কথাই হয়নি, জানিয়ে দিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী
সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম হিংসা উদ্বেগজনক’! বাংলাদেশে দীপু দাসের পর অমৃত মণ্ডলের হত্যা নিয়েও প্রতিক্রিয়া ভারতের
বছর শেষ, কবে DA মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট? মলয় মুখোপাধ্যায় বললেন, জানুয়ারি মাসের…
SIR In Bengal: BLO অ্যাপে আনম্যাপড নিয়ে নতুন নির্দেশিকা CEO দফতরের
বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ‘ওয়ার্ক পারমিট’ বাতিলের দাবি হাদির সংগঠনের, দিল্লির বিরুদ্ধে আদালতে যাওয়ার জন্য চাপসৃষ্টি
প্রত্যেক SIR শুনানি কেন্দ্রের পাশে হবে তৃণমূলের সহায়তা শিবির, ঘোষণা অভিষেকের
কোরান নিয়ে বিতর্কিত মন্তব্য, অসীম সরকারকে ‘কুচি কুচি করে কাটা’র হুমকি, অভিযোগ দায়ের বিধায়কের
বিজেপিকে রুখতে এক ছাতার তলায় বাম-তৃণমূল! অঘোষিত জোটের ধাক্কায় পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে খাতাই খুলল না পদ্মের প্রার্থীদের

‘রাজভবনে বসে থাকলে হবে না’, SIR আবহে রাজ্যপালকে রাস্তায় নামার বার্তা শমীকের

 SIR নিয়ে অশান্তির আবহে রাজ্যপালকে রাজভবন ছেড়ে রাস্তায় নামার আহ্বান শমীক ভট্টাচার্যের। মুখ্য নির্বাচন কমিশনারকেও রাজ্যে এসে পরিস্থিতি দেখার দাবি।


image
শমীক ভট্টাচার্যের রাজ্যপাল আনন্দ বোস


ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) ঘিরে অশান্তির আবহে রাজ্য রাজনীতিতে চাপ বাড়াল বিজেপি। বিএলও-দের বিক্ষোভ, গণইস্তফা এবং প্রশাসনিক অসন্তোষের অভিযোগ তুলে এবার সরাসরি রাজ্যপালকে মাঠে নামার বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার সাংবাদিক বৈঠক থেকে তাঁর কড়া বার্তা—বাস্তব পরিস্থিতি বুঝতে হলে রাজভবনের গণ্ডি ছেড়ে রাস্তায় নামতেই হবে।


শমীকের বক্তব্য, “রাজ্যপাল শুধু বসে থাকলে হবে না। উনি সংবিধানের রক্ষাকর্তা। তাই রাজভবন থেকে বেরিয়ে রাজ্যের পরিস্থিতি নিজের চোখে দেখুন।” শারীরিক অসুস্থতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজ্যপাল বর্তমানে অনেকটাই সুস্থ, ফলে এখনই রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা প্রয়োজন। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূমে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার আবেদন জানান তিনি।


গত অক্টোবর থেকে রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হতেই নানা জটিলতা ও অভিযোগ সামনে এসেছে। শমীকের দাবি, পরিস্থিতি এতটাই গুরুতর যে খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর রাজ্যে এসে বিষয়টি দেখা জরুরি। “দিল্লিতে বসে রিপোর্ট পড়লে হবে না। কলকাতায় এসে রাজপথে হাঁটুন, সাধারণ মানুষের কথা শুনুন। বিএলও-দের ইস্তফার কারণ খতিয়ে দেখা নির্বাচন কমিশনের দায়িত্ব,” বলেন তিনি।

এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোস-কে লক্ষ্য করেও একই সুরে বার্তা দেন বিজেপি সভাপতি। তাঁর অভিযোগ, “বাংলায় সাংবিধানিক ব্যবস্থা ভেঙে গিয়েছে। রাজ্যপালকে শুধু রাজভবনে থাকলে চলবে না। মানুষের সঙ্গে কথা বলতে হবে, মাঠের বাস্তবতা বুঝতে হবে।”


উল্লেখ্য, রাজ্যপাল আনন্দ বোস জনসংযোগে বরাবরই সক্রিয়। বিভিন্ন সময়ে তাঁকে রাজ্যের নানা প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। লোকভবনে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমও চালু রয়েছে বলে রাজভবন সূত্রে দাবি। কিন্তু শমীকের বক্তব্যে স্পষ্ট, এই উদ্যোগগুলি বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট কার্যকর নয়। SIR ইস্যুতে প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই তাই রাজ্যপাল ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে চাপ আরও বাড়াল রাজ্য বিজেপি।

Post a Comment

0 Comments